বরিশালে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৫১০ দশ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্বার করা হয়।
বরিশালঃ-বরিশাল নগরির রুপাতলিতে গত ১৯ মার্চ বিকেলে বরিশাল নগরীর রুপাতলি বসুন্ধারা হাউজিং এবং জিসি চক্ষু হাসপাতালের পাশে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো,রুপাতলি বসুন্ধারা হাউজিং এলাকার মৃত সেকান্দার আলী মোল্লা ছেলে মিলন মোল্লা (৩৭) ও জিসি চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকার মৃত আব্দুল মতলেব হাওলাদারের ছেলে মহিবুল ইসলাম পাভেল (৩৬)। ২১ মার্চ রাতে এই তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, গোপন সংবাদে গত ১৯ মার্চ বিকেল ৫ টায় নগরীর রুপাতলি বসুন্ধারা হাউজিং এবং জিসি চক্ষু হাসপাতালের পাশে পৃথক দুটি বাসায় অভিযান চালায়। ওই সময় মাদক ব্যবসায়ী মিলন মোল্লাকে ১০ গ্রাম গাঁজা এবং মহিবুল ইসলাম পাভেলকে ৩ কেজি ৫শ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।