নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরের শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। l দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও পাকিস্তানকে হারিয়ে যেন ইতিহাস রচনার দিকেই এগোচ্ছিলেন নিগার সুলতানারা। তবে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচ মাত্র ৪ রানে হেরে আক্ষেপে পুড়েছেন নাহিদা আক্তাররা। যা গিয়েছে তার জন্য না ভেবে, হতাশা ভুলে এখন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছে লাল সবুজের প্রতিনিধিরা।
নিউজিল্যান্ডের হ্যামিল্টনে মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
নিজেদের ইতিহাসে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারলেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। এরপর পাকিস্তানকে যেন বলে কয়ে হারিয়ে আসরে বাজিমাত করে ফারজানা হক পিংকিরা।
চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় অপেক্ষা করছিল বাংলাদেশের মেয়েদের জন্য। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে বিশ্বকাপের মঞ্চে এমন দারুণ একটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। অবশ্য সে হতাশা মনে পুষে রাখতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার পরিকল্পনা এখন শুধু পাকিস্তানের মতো কীভাবে ভারতকে বধ করা যায়।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নিগার সুলতানা বলেন, ‘আমরা এ মুহূর্তে পরের ম্যাচটি নিয়ে ভাবছি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারটা খুব হতাশার। কিন্তু আমাদের আরও তিনটি ম্যাচ আছে। মনোযোগ সেদিকেই দিতে চাই।’
জ্যোতি যোগ করেন, এবারের বিশ্বকাপের প্রতিটি মুহূর্তই উপভোগ্য তাদের জন্য। বিশ্বকাপের ম্যাচগুলো শেখার বড় সুযোগ বলে মনে করেন তিনি। বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপ আমাদের জন্য বিরাট বড় এক অভিজ্ঞতা। শেখার বিরাট মঞ্চ। আমরা এটা কাজে লাগাতে চাই। এই সুযোগ আমরা সব সময়ই চেয়েছি। এখান থেকে সবকিছুই নিতে চাই। সব অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে চাই।’
এদিকে ভারতে বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষটি ২০১৭ সালে। যার সবকটিতেই হার সালমা খাতুনদের। তবে এই ভারতকেই টি–টোয়েন্টি ম্যাচে হারিয়ে মালয়েশিয়ায় ২০১৮ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতে রেকর্ড ভালো না হলেও, এশিয়া কাপে সে জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে জ্যোতিদের।
টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘আমরা ভারতের সঙ্গে টি–টোয়েন্টি খেলতে বেশি অভ্যস্ত। টি–টোয়েন্টিতে রেকর্ডও ভালো ভারতের সঙ্গে। ২০১৮ এশিয়া কাপ ফাইনালের পর আমরা ভারতের সঙ্গে ভিন্ন মানসিকতায় খেলতে নামি। আমার দলে এমন কয়েকজন খেলোয়াড় আছেন, যারা ভারতের সঙ্গে অনেকবার খেলেছেন। নিউজিল্যান্ডে অনেক দিন ধরেই আছি। উইকেট কেমন হবে, সেটি জানি। আমার মনে হয়, আমরা ভারতের সঙ্গে ভালোই করব।’