সুলিভান বলেছেন, ইউক্রেনে সামনে আরও কঠিন দিন আসবে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের ব্রাসেলস সফরের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলিভান।
সুলিভান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্ররা বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার একটি প্যাকেজ ঘোষণা করবে। এ বিষয়ে প্রেসিডেন্ট আলোচনা করবেন।
সুলিভান আরও বলেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র পায়নি।
ব্রাসেলস থেকে বাইডেন পোল্যান্ডের ওয়ারশতে যাবেন। পোল্যান্ড ইউক্রেনের সীমান্তবর্তী দেশ এবং ন্যাটোর সদস্য।