চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশতে ১৩৩ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমানটি একটি পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পররপরই সেখানে আগুন ধরে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলি জানায়, বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই।
বিমানটির বিধ্বস্তের হওয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, এটি গুয়াংশির উঝো এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় চলার সময় আচমকা পাহাড়ে আছড়ে পড়ছে। এ সময় বিমানটি একেবারে খাড়াভাবে অত্যন্ত দ্রুতগতিতে বিধ্বস্ত হয়। দেখা গেছে বিমানের সামনের অংশ নিম্নমুখী এবং পেছনের অংশ আকাশের দিকে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়েছে।
বিমানটি মাত্র ১ মিনিটি ৩৬ সেকেন্ডের ব্যবধানে ২৯ হাজার ১০০ ফুট উচ্চতা থেকে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় নেমে আসে। এর পরপরই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি কুনমিং থেকে গুয়াংজুর উদ্দেশে যাত্রা করেছিল।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে, দুর্ঘটনার কারণ কিংবা হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১০ সালে চীনে সর্বশেষ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। ওই সময় বিমান বিধ্বস্তে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছিল।