বরিশালঃ-বরিশাল সহ দেশব্যাপি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে জ্যামিতিকহারে বৃদ্ধি ও সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদে ও অতিদ্রুত বাজার নিয়ন্ত্রন করে সাধারন মানুষের ক্রয় ক্ষমতায় বাজার নিয়ন্ত্রন করার দাবীতে বিএনপি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি,বরিশাল উত্তর জেলা বিএনপি সহ বরিশাল দক্ষিণ জেলা বিএনপি পৃথকভাবে জেলা প্রশাসক দপ্তরে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার অনুপুস্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈর হাতে স্বারকলিপি প্রদান করে। আজ মঙ্গলবার (২২ই) মার্চ সকাল ১১টায় বিএনপি নেতৃবৃন্দ স্বারকলিপি প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক,সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ,যুগ্ম
আহবায়ক এ্যাড আলী
হায়দার বাবুল, সাবেক বিসিসি প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক বিসিসি প্যানেল মেয়রএকে এম শহিদুল্লাহ, সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার,
সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম,নুরুল আলম ফরিদ,গিয়াস উদ্দিন বাবুল মোল্লা,এ্যাড,আবুল কালাম
আজাদ,এ্যাড, হুমাউন কবির মাসুদ,এ্যাড, হুমাউন কবির বাপ্পি,বদিউজ্জামান টোলন,জাহিদুর রহমান রিপন, ও বিভিন্ন মহানগর সদস্য ছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দল
সভাপতি মাহবুবুর রহমান পিন্ট সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বে বরিশাল উত্তর জেলা বিএনপি ও পরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ একই দাবীতে স্বারকলিপি প্রদান করেন।
এসময় তারা স্বারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করে বাজারের নিত্য প্রয়োজনীয় চিত্র তুলে ধরে জানান,নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধিতে সাধারন মানুষ নাভিশ্বাস হয়ে উঠেছে।। মধ্যম ও নি¤œ আয়ের মানুষকে পথে বসতে হয়েছে,অভাবের তাড়নায় মা তার সন্তান বিক্রি করছে,আবার কেহ কেহ অভাবের তাড়নায় আত্বহত্যার পথ বেছে নিয়েছে। এমতাবস্থায় ক্ষুদা,অনাহার অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই রশ্বসরুদ্ধকর পরিস্থিতি থেকে অতি দ্রুত রক্ষা করার জন্য জাতীয়তবাদী দল বিএনপি প্রশাসনের প্রতি আহবান জানান।