বরিশালঃ-বরিশাল নগরির গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম নগরীর কোতয়ালী মডেল থানাধীন ০৯নং ওয়ার্ডস্থ রসুলপুর কলোনী খেয়াঘাট সংলগ্ন বটতলার ২২ মার্চ ২০২২ খ্রিঃ ১৪:৩০ টায় মালেকা বেগম এর টিনসেড বিল্ডিং এর পূর্ব পাশের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, খাদিজা আক্তার যুথি (২১), স্বামী- মুন্না ফরাজী, পিতা- হারুন , সৎ পিতা- মোঃ বাদল হাওলাদার, মাতা- মালেকা বেগম ও মোঃ মুন্না ফরাজী (২২), পিতা- মোঃ মনির ফরাজী (বাবুর্চি), মাতা- মোসাঃ ঝুমুর বেগম, উভয় সাং- ভাটারখাল কলোনি , ঈদগাহ মাঠের পিছনে, ওয়ার্ড নং-১০, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল, উভয় এ/পি- রসুলপুর কলোনী , খেয়াঘাট সংলগ্ন মালেকা বেগম এর বাসার ভাড়াটিয়া, (১নং আসামীর মাতা এবং ২নং আসামীর শ্বাশুড়ীর বাসা) ওয়ার্ড নং-০৯, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালদ্বয়কে আসামীদ্বয়ের ভাড়া বাসার মধ্যে খাটের নীচ থেকে এ্যাংকর সিমেন্টের বস্তার প্লাষ্টিকের বাজারের ব্যাগ ভিতর দুইটি হলুদ রংয়ের পলিথিনের মধ্যে খাকী কসটেপ দ্বারা পেচানো অবস্থায় (০১ কেজি + ৫০০ গ্রাম) গাঁজা উদ্ধার সহ আটক করেন।
ধৃত দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্ণিত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।