বানারীপাড়ায় সন্ধ্যানদীতে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে প্রকৌশলীদের পরিদর্শন
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রকৌশলী টিম স্থান পরিদর্শন করেছেন। মঙ্গলবার ২২ মার্চ বেলা ১১ টায় তারা স্থান পরিদর্শন করেন। সড়ক ও জনপথের (সওজ) এ টিম সন্ধ্যা নদীর দু’পাড়ের অবস্থা দেখেন। সন্ধ্যা নদীর পূর্বপাড় বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর হাই স্কুল থেকে নদীর পশ্চিম পাড় বরাবর ব্রিজের সম্ভাব্য স্থান পরিদর্শন ও মূল্যায়নের আওতায় নেয়া হয়েছে।
এ সময় ঢাকা থেকে আসা সড়ক ও জনপথের টিম প্রধান তত্বাবধায়ক প্রকৌশলী রুশনী ফাতেমা, মিন্টু রঞ্জন দেবনাথ, নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম ও সাইকা শারফিয়া সহ বরিশালের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন প্রমুখ পরিদর্শন টিমে ছিলেন। এসময় সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের স্বপ্নদ্রষ্টা স্থানীয় এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম, এবং বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, উপজেলা মানবাধিকার কমিশনের সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস উপজেলা, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন, স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন শুভ, পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী, সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।