বরিশালে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা
বরিশালঃ-তেল, চাল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারি কারসাজির সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জমায়েত হয়ে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গেটে পুলিশি বাধার মুখে পড়ে।
বিক্ষোভ সমাবেশে জেলা কমিটির সভাপতি দেওয়ান আবদুর রশীদ নীলু বলেন, ‘আজকে আমাদের ন্যায্য প্রোগ্রামে পুলিশ বাধা দিয়ে আবারও প্রমাণ করেছেন তারা গণবিরোধী ও বর্তমান সরকারের তল্পিবাহক। আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আমারা এখানে বিক্ষোভ করতে এসেছি। কিন্তু পুলিশ আমাদের বাধা ও বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
নীলু বলেন, ‘যথাযথ বাজার মনিটরিং হচ্ছে না। এই দফায় অসাধু ব্যবসায়ীরা কয়েকশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর তারা নড়েচড়ে বসেছেন। বরাবরই এমনটা দেখা যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুধু শুল্ক নয়, সব স্তরের ভ্যাট কমিয়ে জনগণের বাঁচার ব্যবস্থা করতে হবে৷ বিদেশ থেকে গ্যাস আমদানি না করে দেশীয় সক্ষমতা বাড়াতে হবে।’