বাউফলে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
পটুয়াখালী প্রতিনিধিঃ-পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী হামলা হামলায় মোঃ সিদ্দিকুর রহমান নামের এক সাংবাদিক আহত হয়েছেন। বাউফলের কালাইয়া বন্দরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান বাজার করার জন্য সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে কালাইয়া বন্দরে যান। এসময় কালাইয়া বন্দরের বাজার রোড হোটেল হারুনের দোকানের সামনে কালাইয়া বন্দরে বিকাল সাড়ে ৫টার সময় স্থানীয় মিরাজ ও মানিক নামের দুই ব্যক্তি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সিদ্দিকের সঙ্গে তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে অকথ্য ভাষায় তাকে গালাগাল করতে থাকলে সিদ্দিক প্রতিবাদ করলে ওই দুই ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি ভাবে কিলঘুষি মারতে থাকে। এরপর একটি লোহার পাইপ দিয়ে সিদ্দিকের মাথায় আঘাত করেন। এতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয় কয়েক ব্যক্তি তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাংবাদিক সিদ্দিক এ ঘটনায় ওই দিন রাতে বাউফল থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে জানার জন্য চেষ্টা করেও অভিযুক্ত মিরাজ ও মানিকের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, আসামীদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। ’