বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন প্রশাসন: বরিশালে আফরোজা আব্বাস
বরিশালঃ-বিএনপির প্রধান প্রতিপক্ষ প্রশাসন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রোববার দুপুরে বরিশাল মহানগর মহিলা দল আয়োজিত কর্মিসভায় বক্তব্যের একপর্যায়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, জনসমর্থনহীন সরকার এখন পুলিশ আর প্রশাসনকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন প্রশাসন। কিন্তু আওয়ামী লীগ জানেনা জনবিচ্ছিন্ন হয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। সাহস থাকলে রাজপথে আসুন, দেখা যাবে সমর্থন প্রশ্নে জনগণ কাদের পক্ষে।
শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই সভায় তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজ দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। মধ্যবিত্ত নিম্নবিত্তরা মানুষ মাস্ক পরে মুখ ঢেকে টিসিবির লাইনে দাঁড়িয়ে আছে। আর আপনারা বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে সন্তানের জন্মদিন পালন করে বিদেশীদের দিয়ে নৃত্য করাচ্ছেন।
আফরোজা আব্বাস বলেন, সরকার মুক্তিযুদ্ধ নিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আজ পদক দেয় কাল ছিনিয়ে নেয়।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
কর্মিসভায় মহিলা দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে শিগগিরই কমিটি গঠনের জোর দাবি রাখেন।’