বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :
খুব দ্রুত সময়ের মধ্যে মীরগঞ্জ মুলাদি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। রাকুদিয়া নতুন হাটে মুদি দোকানে চুরি কাশ্মীর হামলার পর চরম উত্তেজনা: ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন প্রধান উপদেষ্টা বরাবর মুফতি আরিফ বিন হাবিবের খোলা চিঠি প্রদান  কাউনিয়া আরজু মনি স্কুল সংলগ্ন  ভাঙ্গারির ব্যবসার আড়ালে মুন্নি ও হানিফের প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা  বরিশাল মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম ঝুনুকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই — আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালের কাজির হাট থানায় বিদ্যানন্দপুর ইউনিয়নে সেনা সদস্যের নামে মিথ্যা মামলা। বরিশাল আদালতের সামনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার জন্য অবস্থান কর্মসূচি করে আগামী ৩ বছরের জন্য বরিশাল মহানগর ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন ।

বিরল দুর্ঘটনার কবলে চীনা বিমান

একুশে বিডি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৬২ জন নিউজটি পড়েছেন

যাত্রাপথের মাঝামাঝি মাঝ আকাশ থেকে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইনসের সেভেন থ্রি সেভেন বিমান।

এভাবে কোনো বিমানের হঠাৎ করে মাঝ আকাশ থেকে পতনের ঘটনা অনেকটাই বিরল। বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার কারণ নিয়ে তাই তৈরি হচ্ছে রহস্যের।

দুপুর বেলা প্রচণ্ড শব্দে অবাক হন গুয়াংশি অঞ্চলের টেং কাউন্টির বাসিন্দারা। শব্দ বলতে পাখির কলকাকলি আর গ্রামের রাস্তায় চলা মোটরবাইকের ইঞ্জিনের গর্জনের সঙ্গেই পরিচিত পাহাড় আর অরণ্যে ঘেরা এই জনপদের বাসিন্দারা।

সোমবার দুপুর ১টা ১১ মিনিটে কুনমিং প্রদেশের রাজধানী ইউনান থেকে টেকঅফ করে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট এমইউ ৫৭৩৫। গুয়াংজুর দিকে যাওয়ার পথে গুয়াংশির আকাশে ২৯ হাজার ১০০ ফুট উচ্চতায় ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেনটি।

ফ্লাইটরাডার ২৪ বলছে, দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি হঠাৎ করেই খাড়াভাবে নিচের দিকে নামতে থাকে। ২৯ হাজার ১০০ ফুট থেকে নেমে আসে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায়। মিনিটে ৩০ হাজার ফুট গতিতে উচ্চতা হারাতে থাকে বিমানটি।

৪০ সেকেন্ড একটানা নিচের দিকে পড়ার পর ১০ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ ফিরে পায় বিমানটি। এরপর ফের নোজডাইভ দিয়ে আছড়ে পড়ে টেং কাউন্টির জঙ্গলে আবৃত দুর্গম পাহাড়ে।

হঠাৎ করেই বিমানটির মাঝ আকাশ থেকে মাটির দিকে নোজডাইভ দেওয়াকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মাত্র আড়াই মিনিটে ২৯ হাজার ফুট উচ্চতা হারানোর বিষয়টি রহস্যজনক। মাঝ আকাশে বিমানটিতে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছিল কি না, এমন সন্দেহ তাদের।

এমনিতেই এভিয়েশন সেফটির ব্যাপারে অনেক কঠোর চীনের সরকার। দেশটির এয়ার সেফটি রেকর্ডও অনেক ভালো। চীনে সর্বশেষ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছিল ২০১০ সালে। নিরাপদ বিমান সংস্থা হিসেবে সুনাম আছে চায়না ইস্টার্ন এয়ারলাইনসেরও। সবশেষ ২০০৪ সালে দুর্ঘটনায় পড়েছিল এর বিমান।

বিধ্বস্ত হওয়া বিমানটির সেফটি রেকর্ডও ছিল ভালো। ২০১৫ সালে চায়না ইস্টার্ন-এর বহরে যোগ দেয় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি। এই মডেল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত যাত্রীবাহী বিমান। বিশ্বের ২৫ হাজার যাত্রীবাহী বিমানের ১৭ শতাংশই এই মডেলের।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 15th May, 2025
    SalatTime
    Fajr3:53 AM
    Sunrise5:16 AM
    Zuhr11:55 AM
    Asr3:18 PM
    Magrib6:33 PM
    Isha7:57 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102