পাকিস্তানের পার্লামেন্টে শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে উত্তপ্ত দেশটির রাজনীতির মাঠ। তবে বিরোধীদের জন্য বড় চমক রয়েছে দাবি করে অনাস্থা ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী ইমরান।
একই সঙ্গে কোনোভাবেই পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিরোধী নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, অনাস্থা ভোটে কোনো ধরনের জালিয়াতি মেনে নেওয়া হবে না।
হঠাৎ করেই উত্তপ্ত পাকিস্তানের রাজনীতির মাঠ। ক্ষমতাসীন পিটিআই সরকারকে হটাতে একদিকে রাস্তায় আন্দোলন অন্যদিকে পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শুক্রবার অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বিরোধীরা। দুর্নীতি, বিরোধী জোটে ইমরানের দলের নেতাকর্মীদের দলত্যাগসহ বিভিন্ন কারণ দেখিয়ে এই অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে।
তবে অনাস্থা ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী ইমরান খান। তার দাবি, বড় ব্যবধানে হারবে বিরোধীরা। প্রধানমন্ত্রীর পদত্যাগের যে দাবি উঠেছে তাও প্রত্যাখ্যান করেছেন তিনি। একই সঙ্গে বিরোধীদের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।
তবে অনাস্থা ভোটে কারচুপির শঙ্কা করছে বিরোধীরা। বিরোধী পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পার্লামেন্টে অনাস্থা ভোটে কোনো রকমের জালিয়াতি মেনে নেওয়া হবে না। যে কোনো মূল্যে ভোটের মাধ্যমে ইমরান সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।