আমতলী প্রতিনিধি: আমতলীর চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলায় এক পক্ষের হয়ে স্বাক্ষী দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ বৃহস্পতিবার রাতে ছোবাহান হাওলাদার (৬২) নামে একজনকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ওই ব্যক্তিকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে ইনছান হাওলাদার ও একই গ্রামের জব্বার মুছল্লীর ছেলে নুরুল ইসলাম মুছল্লীর মধ্যে ৮শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিরোধীয় এ জমি নিয়ে আদলতে মামলাও রয়েছে।
ইনছান হাওলাদারের স্বাক্ষী মো. ছোবাহান হাওলাদার এক সপ্তাহ আগে তার পক্ষে আদালতে স্বাক্ষী দিয়ে আসলে ক্ষিপ্ত হয় প্রতিপক্ষ নুরুল ইসলাম ও তার পক্ষের লোকজন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় ছোবাহান হাওলাদার আমতলী তৈকে বাড়িতে যাওয়ার জন্য ৩নং ওয়ার্ডের হিন্দুপাড়া কালবার্টের নিকট পৌছা মাত্র নুরুল ইসলামের নেতৃত্বে ৪- ৫জন দুবৃত্ত ছোবাহান হাওলাদারকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে দৃবৃত্ততরা পালিয়ে যায়।
দ্রুত তাকে স্থানীয় এবং স্বজনরা উদ্দার করে আমতলী হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত ছোবাহান হাওলাদার বলেন, আমি ইনছান হাওলাদারের পক্ষে স্বাক্ষী দেওয়ায় নুরুল ইসলাম মুছল্লী এবং তার লোকজন আমাকে কুপিয়ে জখম করেছে। অভিযুক্ত নুরুল ইসলাম মুছল্লী ছোহান হাওলাদারকে কুপিয়ে আহত করার কথা অস্বীকার করে
বলেন, আমাকে ফাঁসাতে এঘটনা সাজানো হয়েছে। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. জাবেদ আলম ইরাম জানান, আহত রোগী ছোবাহানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। এখনো মামলা হয়নি। মামলা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।