ঢালিউড অভিনেত্রী পরীমনি আহত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। তাতে পরীমনির হাতে স্যালাইন লাগানো দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন: ‘একটি দুর্ঘটনায়।’
পরীমনির হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে জানতে তার স্বামী শরীফুল রাজের নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। এদিকে ফেসবুকে শেয়ার করা ছবি থেকে জানা যায়, ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে হাসপাতালে ভর্তি হন পরী।
অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমনি। ১০ জানুয়ারি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
পরীমনিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার একটি ছবি শেয়ার করেছিলেন শরীফুল রাজ। ওই ছবির ক্যাপশনে লিখেছিলেন: ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমনি।’ ক্যাপশনের শেষে ফুর্তি ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন এ অভিনেতা।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরীমনি-রাজ। কাজের সুবাদেই তাদের পরিচয়। তারপর বিয়ে করেছেন তারা।