করোনার প্রকোপ বাড়তে থাকায় চীনের সবচেয়ে বড় শহর সাংহাইতে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৮ মার্চ) থেকে শুরু হয়ে দুই পর্যায়ে পুরো শহর ৯ দিন লকডাউনে থাকবে বলে জানানো হয়েছে।
শহরের পূর্ব অংশ লকডাউনে থাকবে ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত, আর পশ্চিম অংশে লকডাউন থাকবে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।
এসময় গণপরিবহনসহ অফিস এবং কলকারখানা বন্ধ রেখে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় মহামারির দুই বছরে আড়াই কোটি মানুষের এ শহরে লকডাউন দেয়া থেকে বিরত ছিল কর্তৃপক্ষ।
তবে শনিবার (২৬ মার্চ) মহামারির শুরুর দিকের সময় থেকে সর্বোচ্চ সংক্রমণ হওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
গত এক মাস ধরেই সাংহাইতে সংক্রমণ বেড়ে চলেছে। অন্যান্য অনেক দেশের তুলনায় আক্রান্তের সংখ্যা খুব বেশি না হলেও, ঝুঁকি নিতে চাইছে না শহর কর্তৃপক্ষ।
চীনের বাণিজ্যিক রাজধানী এবং অনেক দিক থেকেই দেশটির সবচেয়ে বড় শহর সাংহাই বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত।