করোনাভাইরাসের ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন ইনজেকশন প্রয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকা রেজিস্ট্রিতে মিথ্যা টিকা দেওয়ার তথ্য জমা দেওয়ার অভিযোগে বরখাস্ত হয়েছেন সিঙ্গাপুরের এক চিকিৎসক। অভিযুক্ত ডা. জিপসন কোয়াহ টিকা বিরোধী গ্রুপের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
মঙ্গলবার (২৯ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
এর আগে গত বুধবার (২৩ মার্চ) থেকে ১৮ মাসের জন্য ৩৩ বছর বয়সী ওই চিকিসৎকের মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধন স্থগিত করেছে সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিল (এসএমসি)। সোমবার (২৮ মার্চ) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায় এসএমসি।
ডা. কোয়াহ করোনা টিকা বিরোধী ‘হিলিং দ্য ডিভাইড’ এর সদস্য বলে জানিয়েছে এসএমসি। বলেছে, গত ২৩ জানুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি অভিযোগ পেয়েছেন তারা। এটি অন্তর্বর্তী আদেশ কমিটির কাছে উল্লেখ করা হয়েছিল। কমিটি রায় দিয়েছে, জনসাধারণের সুরক্ষার এবং জনস্বার্থে ডাক্তার কোয়াহর বরখাস্ত করা প্রয়োজন।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এসএমসি। মেডিকেল কাউন্সিল বলছে, মামলাটি তদন্ত করার জন্য একটি স্বাধীন অভিযোগ কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ডা. কোয়াহর সহকারী থমাস চুয়া চেং সনের বিরুদ্ধেও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ফাঁকি দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
মহামারি শুরু হওয়ার পর থেকে সিঙ্গাপুরে করোনায় মঙ্গলবার (২৯ মার্চ) পর্যন্ত এক হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া, এ পর্যন্ত দেশটিতে ১০ লাখ ৭৬ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।