বৃহস্পতিবার (৩১ মার্চ) ফিফার কংগ্রেস। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এই কংগ্রেসে উঠে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন।
ফুটবল যদি হয় মানুষের অনুভূতি তবে বিশ্বকাপ অস্তিত্বের বন্ধন। সে বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। তাম দুনিয়াকে এক করতে প্রস্তুত কাতার।
সেই ওয়ার্ল্ড কাপ ভেন্যুতেই বৃহস্পতিবার বসছে ফিফার কংগ্রেস। তামাম দুনিয়ের সব ফুটবল কর্তারা হাজির হচ্ছে বিশ্ব ফুটবলের গতিপথ নির্ধারণ করতে।
৭২তম ফিফা কংগ্রেসের প্রথম অ্যাজেন্ডা দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করা। ২১১ জন প্রতিনিধির ভোটে নির্ধারণ হতে পারে এই সিদ্ধান্ত।
এশিয়া আর আফ্রিকা চাইলেও, ইউরোপ আর আমেরিকা আগে থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। তাদের সোজা কথা এতে ভেঙ্গে পড়বে তাদের ঘরোয়া ফুটবল।
ফিফার প্রজেক্ট যদি বাস্তবায়িত হয়, ক্লাব ফুটবল ব্যাপক ধাক্কা খাবে। ইউরোপের ক্লাব ফুটবল সবচেয়ে জনপ্রিয়। ইংল্যান্ড, স্পেন, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলোর লিগ অত্যন্ত জনপ্রিয়।
এই সব লিগ আয়োজন করার জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়। তারকা ফুটবলাররা খেলেন সেখানে। দুবছর অন্তর বিশ্বকাপ হলে ‘ক্লাব বনাম দেশ’ ফুটবল তত্ত্ব আবার মাথা চাড়া দেবে।
জাতীয় টিম তখন ফুটবল বিশ্বে রাজত্ব করবে। ক্লাব ফুটবল ব্যাপক ভাবে পড়ে যাবে। তা কোনও ভাবেই চাইছে না ইউরোপের নামী ক্লাবগুলো। আর সেই কারণেই বিরোধিতা শুরু হয়েছে।
লাতিন আমেরিকা, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের অধীন দেশগুলো দুবছর অন্তর বিশ্বকাপে সায় দিয়েছে। তাদের দেশের ক্লাব ফুটবল ইউরোপের মতো জনপ্রিয় নয়।
দুবছর অন্তর বিশ্বকাপ হলে ওই সব দেশের ফুটবল ফেডারেশন আর্থিক ভাবে লাভবান হবে। কিন্তু ইউরোপের বিরোধিতায় তা হওয়ার সম্ভাবনা কম।
এই বড় ইস্যু ছাড়াও আলোচনা হবে ইউরোপ আর সাউথ আমেরিকার দলগুলোকে নিয়ে কনফেডারেশনস কাপ নামে নতুন একটা আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে।
এছাড়াও নারী ফুটবল ক্যালেন্ডার তৈরি। ফুটবলার ট্রান্সফারের নতুন নিয়ম ছাড়াও প্রকাশ করা হবে এক বছরের ফিফার ফিন্যান্সিয়াল রিপোর্ট।
আলোচনার টেবিলে বড় একটা ইস্যু হয়ে থাকবে রাশিয়া। ইতিমধ্যে বিশ্বকাপ থেকে তাদের নিষিদ্ধ করা রুশদের ফুটবল ভবিষ্যতও নির্ধারণ করা হবে এই কংগ্রেসে।
অন্যদিকে কাতারের দোহায় শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় নির্ধারণ হবে বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন দল, কোন গ্রুপে, কে কাকে প্রতিপক্ষ পাচ্ছে। অর্থাৎ বিশ্বকাপের ড্র।
২১ নভেম্বর শুরু হবে ফিফা বিশ্বকাপ। ২০২২ মহারণে অংশ নেবে ৩২ দেশ। যার মধ্যে ২৭টি দেশ চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। কাতারের টিকেট কাটার জন্য লড়ছে বাকি পাঁচ দল।
ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক মাধ্যমে। ড্র অনুষ্ঠান লাইভ করবে আমেরিকান স্প্যানিশ টিভি চ্যানেল টেলিমুন্ডোও।