বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের জাফর হাজির পরিত্যাক্ত একটি ঘর থেকে একটি দেশীয় পাইপ গান, একটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১ টার এগুলো উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার এর সত্যতা নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, পুলিশের প্রতিদিন রাতের টহলের অংশ হিসেবে উপজেলার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জাফর হাজির একটি পরিত্যক্ত ঘরে দেশীয় অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে ওই ঘরে তল্লাশি করা হয়। পরে একটি দেশিয় পাইপ গান, ১টি কার্তুজ ও ১টি ব্যবহৃত খোসা পাওয়া যায়।
তিনি আরও বলেন, কিভাবে এ অস্ত্র গুলো এখানে আসলো বা কি উদ্দেশ্যে রাখা হয়েছে আমরা তদন্ত করে দেখবো।