ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো শিরোপা জিততে পারেনি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তাদের সেরা সাফল্য টুর্নামেন্টের ফাইনালে খেলা, তাও মাত্র একবার। প্রতিযোগিতাটির প্রথম আসরে সেমিফাইনালও খেলেছিল এই দলটি। শিরোপা মঞ্চে ব্যর্থ পাঞ্জাবকে নিয়ে মজাদার এক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
ভারতীয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমাদের প্রিয় দল পাঞ্জাব। পাকিস্তান সুপার লিগেও পাঞ্জাবের মতো দল আছে। নাম লাহোর কালান্দর্স। ওরাও কখনও শিরোপা জেতেনি। অবশেষে চলতি বছর জিতেছে। আশা করব পিএসএলের লাহোরের মতো আইপিএলের পাঞ্জাবও এবারের আসরে কিছু করবে। ওরা শুরুটা ভালো করেছে। দেখা যাক এরপর কী হয়।’
প্রসঙ্গত, এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ফাফ ডু প্লেসি-কোহলিদের বেঙ্গালুরুকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে ছিল পাঞ্জাব কিংস। বেঙ্গালুরুর দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার মোকাবিলায় ৫ উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে তারা।
হাতে ফস্কে যাওয়া ম্যাচের শেষদিকে ৮ বলে ২৫ রানের ঝড় তুলে দলের জয় নিশ্চিত করেন ওডিন স্মিথ। তার ইনিংসটি ৩ ছক্কা ও এক চারের মারে সাজানো ছিল। শাহরুখ খান অপরাজিত ছিলেন ২০ বলে ২ ছয় ও এক চারের মারে ২৪ রান করে। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ।
এর আগে ডু প্লেসির ঝড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ফাফ ডু প্লেসি করেছেন ৫৭ বলে ৮৮ রান। তার ইনিংসটিতে ছিল ৩ চারের সঙ্গে ৭টি ছক্কার মার। এছাড়া বিরাট কোহলি করেন ৪১ রান।