বরিশাল:মেডিকেল কলেজে ২০২১-২২ সেশনের প্রথমবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রের তিনটি ভেন্যুতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার ৮৩২ জন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন হাজার ৭০৬ জন ভর্তিচ্ছু। অনুপস্থিত ছিলেন ১২৬ জন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে মেডিকেল কলেজ, বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়।
এরআগে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভর্তিচ্ছুরা হলে প্রবেশ করেন। পরে ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।
বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভেন্যুতে প্রবেশে মাস্ক বাধ্যতামূলক ছিল। প্রবেশপত্র ছাড়া অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ‘পরীক্ষা নির্বিঘ্ন করতে তিন ভেন্যুতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দুটি দল ভেন্যু পরিদর্শন করেন। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনাও ঘটেনি।’
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০। প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৩টির বেশি।
সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে আসন সংখ্যা ২৩০টি।