অনেক আগেই শেষ হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’র কাজ। তবে কবে মুক্তি পাবে সিনেমাটি তা নিয়ে ছিল সংশয়। অবশেষে দর্শকদের সেই কৌতূহল মিটল। প্রকাশিত হয়েছে সিনেমাটির পোস্টার।
জানা গেছে, আসছে ঈদেই মুক্তির মিছিলে নাম লেখাতে যাচ্ছে ‘হাওয়া’।
প্রকাশিত প্রথম পোস্টারে দেখা মিলেছে সিনেমার প্রায় সব কলাকুশলীকে। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারদের মধ্যমণিতে চিৎ হয়ে আছেন লাল হাফপ্যান্ট পরা অচেতন শরিফুল রাজ!
পোস্টার প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, করোনার কারণে আমাদের জীবনের ছন্দপতন ঘটেছে। থেমে গেছে চাকা। সেই চাকা নতুন করে আবার সচল হতে শুরু করেছে। অনেক আগেই আমাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’র কাজ শেষ হয়েছে। আজ প্রকাশ হলো পোস্টার। এখন শুধু মুক্তির অপেক্ষায় আছি।
২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে ছবিটির শুটিং হয় গভীর সমুদ্রে। ছবিটির গল্প সম্পর্কে পরিচালক তখন জানিয়েছিলেন, সিনেমাটি জেলেদের জীবনের দুঃখ–দুর্দশার ছবি নয়। জেলেদের জীবনের সংগ্রামের গল্প নয়। এটা আধুনিক রূপকথার গল্প। সমুদ্রের জীবনের গল্পের ভেতর দিয়ে একটা হাইপাররিয়্যালিটির গল্প বলতে চাই, যার মধ্যে গল্প বলার ক্ষেত্রে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে। আমরা দেখাতে চাই আধুনিক রূপকথা কিংবা প্রতিশোধের গল্প। এটাই মূল কথা।