রমাদান মাসের চাঁদ দেখে যে দুয়া পড়তে হয়।
প্রতিটি মুসলিম রহমত বরকতের মাস রমাদানের অপেক্ষায় থাকে, কবে রমাদানের চাঁদ দেখবো,
কেননা রসূলুল্লাহ (স) বলেছেন,
তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ ঈদ করো।
বুখারী শরীফ হাঃ ১৯০৯
* চাঁদ দেখে রসুলুল্লাহ (স) যে দুয়া পড়তেন।
«اَللهم أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ، هِلالُ رُشْدٍ وخَيْرٍ»
উচ্চারণঃ আল্লা-হুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি অলঈমা-নি অসসালা-মাতি অলইসলা-মি, রাববী অরাববুকাল্লা-হ, (হিলালু রুশদিন অখায়র)।”
অর্থ- হে আল্লাহ! তুমি ঐ চাঁদকে আমাদের উপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। (হেদায়েত ও কল্যাণময় চাঁদ!)
তিরমিযী ৩৪৫১,
আল্লাহ তায়ালা আমাদের সকলকে রমাদানের কল্যাণ অর্জনের তাওফিক দান করুণ, আমিন।