সৌদি আরব ও ওমানে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রোজা শুরু হচ্ছে শনিবার (২ এপ্রিল) থেকে।
শুক্রবার (১ এপ্রিল) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ ও ওমানের সুলতানের দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ।
সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি অবশ্য সন্ধ্যায় মাগরেবের নামাজের পরই রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছিল।
তবে মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রোজা শুরু হলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইসহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন রমজান মাস পালন করা শুরু করবেন একদিন পর, রোববার থেকে।