হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার সহজতম ঋণ তহবিল ও চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন ও ফিল্মসিটি নির্মাণ করা হচ্ছে। চলচ্চিত্রে সুদিন ফিরে আসছে, এই শিল্পমাধ্যমটি আবারও আগের সোনালি দিনের দিকে ঘুরে দাঁড়াচ্ছে।
বাংলাদেশি সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির পিতার হাত ধরে ১৯৫৭ সালে যে চলচ্চিত্র শিল্পের যাত্রা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেটিকে শিল্প ঘোষণা করে এর উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন।’
রোববার (৩ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার সহজতম ঋণ তহবিল ও চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন ও ফিল্মসিটি নির্মাণ করা হচ্ছে। চলচ্চিত্রে সুদিন ফিরে আসছে, এই শিল্পমাধ্যমটি আবারও আগের সোনালি দিনের দিকে ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের চলচ্চিত্র আবার স্বর্ণালি দিন পাবে এবং বিশ্ব অঙ্গনে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে।’
তথ্য সচিব মকবুল হোসেন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদসহ ট্রাস্টের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন হাছান মাহমুদ।