রমজানে নিত্যপণ্য ও গ্যাসের দাম বাড়ায় সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
রোববার (৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম শিশু ও আলেম ওলামাদের সঙ্গে ইফতারের আয়োজন করে বিএনপি।
বক্তব্যে রোজার মাসে নিত্যপণ্যের দাম বাড়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপির দুর্ভাগ্য বেগম জিয়াকে ছাড়া ইফতার করতে হচ্ছে।
আয়োজনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ইফতারে অংশ নেওয়া নেতারা এতিম শিশুদের খোঁজ খবর নেন।
প্রসঙ্গত, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো প্রতি বছর রমজানে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। তবে গত দুই বছর ধরে করোনাভাইরাসের প্রকোপের কারণে কোনো রাজনৈতিক দলই আনুষ্ঠানিক ইফতার মাহফিলের আয়োজন করতে পারেনি। তবে এবার করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় রাজনৈতিক দলগুলো আগেভাগেই ইফতার মাহফিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, এ বছর দলটি মোট চারটি ইফতার আয়োজন করবে। লেডিস ক্লাবের পর ১২ এপ্রিল হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে, ২০ এপ্রিল হোটেল লেক শোরে রাজনীতিকদের সম্মানে ও ২৮ এপ্রিল লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করবে তারা।