বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। রবিবার এ ব্যাপারে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার আদেশ অনুসারে এক বিবৃতি জারি করা হয়।
কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ঘোষিত বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের ইসলামিক এমিরেটের সর্বোচ্চ নেতার ডিক্রি অনুযায়ী সমস্ত আফগানদের জানানো হচ্ছে যে এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, যদি কেউ ডিক্রি লঙ্ঘন করে মাদক চাষ করে তাহলে অবিলম্বে তা ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরিয়া আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। পপি চাষের পাশাপাশি অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।
২০০০ সালে তালেবান শাসনের শেষের দিকে একবার পপি চাষ নিষিদ্ধ করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বৈধতা পেতে তালিবান সরকার এই পন্থা অবলম্বন করেছিল। কিন্তু বিপরীত প্রতিক্রিয়ার মুখে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছিল তালেবানরা।
জাতিসংঘের তথ্যমতে ২০১৭ সালে আফগানিস্তানে উৎপাদিত আফিমের বৈশ্বিক মূল্য ছিল ১.৪ বিলিয়ন ডলার। তালেবান সরকার বলছে, সম্প্রতি পপি চাষি বৃদ্ধি পাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।