বরিশাল:জমি নিয়ে বিরোধের জের ধরে আমতলী উপজেলার সোনাউডা গ্রামের শিশু নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম, ঘর ভাংচুর ও নগদ টাকা ও স্বর্নালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘরের মালিক আহত আলাউদ্দিন মীর এমন অভিযোগ করেন।
আহতদের পুলিশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে। রবিবার দুপুরে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউডা গ্রামের আলাউদ্দিন ও প্রতিবেশী মন্নান হাওলাদারের সাথে ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার গভীর রাতে মন্নান হাওলাদারের নেতৃত্বে জাকির প্যাদা, সোবাহান ও আবুল হাসানসহ ৭০-৮০ জন ভাড়াটে মুখোশধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আলাউদ্দিনের বাড়ীতে হামলা চালায়।
সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার ঘর ভাংচুর, নগদ টাকা, স্বর্নালংকার লুট এবং ঘরে থাকা নারী শিশুসহ ৭ জনকে কুপিয়ে গুরুতর জখম করে এমন অভিযোগ আলাউদ্দিনের। আলাউদ্দিন আরো অভিযোগ করেন সন্ত্রাসীরা ঘর ভাংচুর ও লুটপাট করেই খ্যান্ত হয়নি ঘরের মাটির টিবি কেটে গুড়িয়ে দিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ গুরুতর আহত শিশু ইছা (১০), আলাউদ্দিন মীর (৪২), আউয়াল মীর (৪৫), মোশের্^দা বেগম (৩৫), ঝর্না (৩০), শাহিনুর (৪০) ও ফেরদৌসিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তন্ময় হোসেন ফোরদেীসি, আউয়াল মীর, মোশের্^দা ও ঝর্নাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। রবিবার দুপুরে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।