বরিশাল:রমজানে সরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১ ডায়াগনস্টিক ল্যাব ষ্টাফসহ ৩ নারী রোগীর দালাল সদস্য আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শর্শী, শিল্পি, সেজমিন ও লাইফ লাইন ডায়াগনিস্টিক এর রিসিপশনিষ্ট আল-আমিন। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, বরিশাল সহ আশে পাশের জেলা উপজেলা থেকে আসা অসহায় গরিব রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় রোগীর দালালদের দমনে মাঠে নেমেছে প্রশাসন।
এরই ধারাবাহিকতায় রোববার বরিশাল সদর হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ৪ দালালকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।