প্রিয় ভাই ও বোন,
সিয়াম বা রোজা কিয়ামত দিন সুপারিশ করে বলবে, এ ব্যপারে রসুলুল্লাহ (স) বলেছেন,
يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ إِنِّي مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ
সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি তাকে খাবার এবং প্রবৃত্তির কামনা থেকে দিনের বেলায় বিরত রেখেছি, অতএব, আমার পক্ষ থেকে রোজাদারের ব্যপারে সুপারিশ গ্রহণ করুণ।
এবং আল কুরআন বলবে,
وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النُّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ فيشفعان
কুরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, (সে রাত্রি জাগরণ করে আমার তেলাওয়াত ও অনুধাবন করেছে) তাই আমার পক্ষ থেকে কুরআন পাঠকারীর ব্যপারে সুপারিশ গ্রহণ করুণ।
মুসতাদারাক লিল হাকিম ২০৩৬
রসুলুল্লাহ (স) বলেছেন, সিয়াম এবং কুরআন উভয়ের Recommendation, Application বা সুপারিশ আল্লাহ তায়ালা গ্রহণ করবেন।
তাই বন্ধুরা যথাযথ ভাবে সিয়াম পালনের সাথে সাথে, কুরআন তেলাওয়াত ও অনুধাবন, এবং বুঝার চেষ্টা করা উচিত,
আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুণ, আমিন।
মোঃ আবু বকর সিদ্দিক
ইসলামি গবেষক