বরিশাল : বরিশাল জেলার মুলাদী উপজেলায় মরিয়ম বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাছুয়া ইউনিয়নের বাসিন্দা মনির খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্বজনরা দাবী করেছেন, স্বামী মনির খান বিভিন্ন কারনে মরিয়ম বেগমকে মারধর করতো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নির্যাতন করায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মরিয়ম বেগমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাকে জানানো হয়েছে এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।