কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ইরাবতী ডলফিনের মৃতদেহ ভেসে এসেছে। ছয় ফুট লম্বা ডলফিনটির পেটে ও ঠোটে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে সাগরের জোয়ারে ডলফিনটি সৈকতের ইকোপার্ক সংলগ্ন বালুচরে আটকা পড়ে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, গত ১৪ দিনে কুয়াকাটায় ছয়টি মৃত কচ্ছপ ও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। সমুদ্রে হঠাৎ করে এতো পরিমান বিলুপ্তপ্রায় প্রজাতির মৃত কচ্ছপ ও ডলফিন ভেসে আসার বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে। পরে উদ্ধার ডলফিনটি সৈকতে বালুচাপা দেয়া হয়েছে।
পটুয়াখালী ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, তারা এর আগে ভেসে আসা মৃত ডলফিন ও কচ্ছপের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু মৃত্যুর কারন এখনো জানতে পারেননি।