বরিশালঃ-পিরোজপুরের নাজিরপুরে পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামিসহ তার স্বজনরা। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. বেল্লাল হাওলাদার (৫৬) ও তার স্ত্রী মিনারা বেগমকে আটক করেন। এ সময় হামলায় ব্যবহৃত লোহার দুটি শাবল, একটি হাতুড়ি, একটি লোহার রড় উদ্ধার করা হয়।
আটক বেল্লাল হোসেন ওই গ্রামের মো. আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তাদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এসময় মো. বেল্লাল হাওলাদার ও মিনারা বেগমসহ তাদের স্বজনরা ডাকাত বলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, পুলিশ সদস্যদের হত্যার জন্য এ হামলা চালানো হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্বামী-স্ত্রী উভয় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তাদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এসময় মো. বেল্লাল হাওলাদার ও মিনারা বেগমসহ তাদের স্বজনরা ডাকাত বলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, পুলিশ সদস্যদের হত্যার জন্য এ হামলা চালানো হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্বামী-স্ত্রী উভয় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের কারাগারে পাঠানো হয়েছে।