ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে। গত চার বছর ধরে তালিকার শীর্ষে থাকা জেফ বেজোসকে পেছনে ফেলে তার স্থান দখল করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ বিলিয়নিয়ার তালিকা অনুসারে, টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
ইলন মাস্ক প্রথমবারের মতো বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকার শীর্ষে অবস্থান করছেন।
চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২১৯ বিলিয়ন ডলার ছিল। কারণ গত বছর বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ার দর ৩৩ শতাংশ বাড়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৬৮ বিলিয়ন ডলার বেড়েছে।
ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ জেফ বেজোসের তুলনায় ৪৮ বিলিয়ন ডলার বেশি। খুচরা জায়ান্ট অ্যামাজন এর শেয়ার ৩ শতাংশ কমে যাওয়ায় জেফ বেজোস চার বছরে প্রথমবারের মতো তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। এছাড়া দাতব্য দান বাড়ানোর কারণে তার মোট সম্পদের পরিমাণ ৬ বিলিয়ন কমে গেছে।
এছাড়া ফরাসি বিলাস পণ্য ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ১৫৮ বিলিয়ন ডলার। গত এক বছরে তার সম্পদের পাহাড়ে আরও ৮ বিলিয়ন ডলার যোগ হয়েছে।
ফোর্বসের তথ্য বলছে, বিশ্বের বিলিয়নিয়ারদের মোট আনুমানিক সম্পদের পরিমাণ ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। যা ২০২১ সালের তুলনায় ৪০০ বিলিয়ন ডলার কম।
পুরো তালিকায় মোট ২ হাজার ৬৬৮ জন ধনী ব্যক্তির স্থান হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ৬০৭ জন চীনের নাগরিক। এছাড়া তালিকায় রাশিয়ান ধনকুবেরের সংখ্যা ৮৩ জন।