বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন বরিশালস্থ ভোলা জেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কস্তূরী রেস্তোরাঁয় দোয়া ও মোনাজাত শেষে শতাধিক শিক্ষার্থী ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় সরকারি বিএম কলেজের শিক্ষক কাজী রফিকুল ইসলাম, মোহাব্বত হসেন রিমন, তরিকুল ইসলাম তালুকদার, আরাফাত হোসেন, সাংবাদিক আজাদ আলাউদ্দিন, ফারুকুল ইসলাম, হাবিবুর রহমান, ইসমাইল হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া অনুষ্ঠান পরিচালনায় জাহিদুল ইসলাম রনি, মুকিত হাসান, তানভির হোসেন ও শাহীদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।