মৃত ব্যক্তির জানাজায় যাওয়ার পথে ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালেরমেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাছরিন বেগম (২৫) ও তার মা মায়ানুর বেগম (৫৫)। তারা উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন মাহেব হোসেন জানান, ‘শুক্রবার সকাল ১০টার দিকে মাঝের চর গ্রাম থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি কার্টবডির ট্রলার দরিচর খাজুরিয়ার পশ্চিম পাড়ে একটি জানাজার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে গজারিয়া নদীতে প্রচন্ড ঢেউয়ের কারণে ট্রলারটি যাত্রীসহ উল্টে যায়। এসময় যাত্রীদের ডাক-চিৎকার শুনে পার্শ্ববর্তী স্থানে অভিযানে থাকা কোস্ট গার্ডের টিম ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন।
এদের মধ্যে দুজন নারীকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাছাড়া মালা বেগম, ইয়ামিন ও রোহান নামের জিনজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এ প্রসঙ্গে মেহেন্দিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে সহযোগিতা করেছেন।
তিনি বলেন, স্বজনরা দাবি করেছেন এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা কাজ করছে। তাছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরাও অভিযানে যুক্ত হয়েছেন।