বরিশালের বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত। এ বিষয়ে আহতদের ছেলে মো. জাকির হোসেন বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে হাচেনের ছেলে মো.ফরিদ (৩০), ফরিদের স্ত্রী হায়াতুন্নেছা ওরফে শারমিন (২৫), হাচেনের ছেলে মিজান (৩৮), মিজানের স্ত্রী শাহিদা বেগম ওরফে শিল্পী (৩০), মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মাসুম (৩৫), সাইজদ্দিনের ছেলে শামসু্ল হক (৬২), এনামু্লের স্ত্রী সিমু আক্তার (২৫) ও শাহিনের স্ত্রী হাসিনা বেগম (৩০) বিবাদী করা হয়েছে। বাদী ও বিবাদীরা উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের একই বাড়ির বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানাগেছে শনিবার (৯ এপ্রিল) সকাল ৯ টার সময় বাদীর বসত বাড়ির উত্তর পাশে তার মা সেলিনা বেগম (৭০) কে দেখতে পেয়ে বিবাদীগন দা লাঠি সোটা নিয়ে অবৈধ জনতাবলে পূর্বের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
পরে সেলিনা বেগম নিষেধ করিলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় সেলিনা বেগমের স্বামী আ.লতিফ ঘটনাস্থ্লে আসলে বিবাদীগন উত্তেজিত হয়ে এলোপাতারি মারধর শুরু করে। এর এক পর্যায়ে সেলিনা বেগমের মাথা লক্ষ করিয়া কোপ দিলে তা তার কানের ওপরে আঘাত করে।
সেলিনা বেগম এ সময় মাটিতে পরে গেলে তার কানে থাকা আটআনা ওজনের স্বর্ণের দু্ল ছিনিয়ে নিয়ে যায়। যার বাজার মূল্য ৩৫ হাজার টাকা।
আহতদের ডাকচিৎকারে আসেপাশের লোকজন ছুটে আসলে বিবাদীরা খুনসহ বিভিন্ন ভয়ভীতি দিখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।