ফিলিপিন্সে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগিতে প্রবল বৃষ্টিপাতে ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) স্থানীয় দুর্যোগ অধিদফতর এমন খবর দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
এছাড়া আরও ১৬ জন আহত হয়েছেন। ১০টি পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।