বরিশালে পরিবেশ অধিদপ্তরের ১৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে নগরীর বাজার রোডের রাম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বরিশাল লঞ্চ ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া বলেন গোপন সংবাদে জানতে পারি ঢাকা থেকে লঞ্চ যোগে অবৈধ পলিথিনের একটি চালান এসেছে। সে মোতাবেক আমরা বরিশাল লঞ্চঘাটে অবস্থান নেই। পরে সকাল ৯ টার দিকে দুটি কাটুর্নে থাকা ১৪০ কেজি পলিথিন জব্দ করি।
জানতে পারি রাম নামের বাজার রোডের এক ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে পলিথিনগুলো ঢাকা থেকে সংগ্রহ করেছেন। পরে অবশ্য রাম নিজে স্বশরীরে হাজির হয়ে পলিথিনের মালিক হিসাবে স্বীকার করেছেন। এ ঘটনায় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাকি দাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাম কে ৫০ হাজার জরিমানা করেন।