কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ভূরুঙ্গামারী উপজেলা সদরের বাজারে এবং একই উপজেলার জয়মনিরহাট বাজারে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়ে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভূরুঙ্গামারী উপজেলার সদরের বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় মনোহারি মালামালের দোকান দুধকুমার স্টোর এবং দুই ভাই স্টোরকে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জয়মনিরহাট বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে ভাই ভাই ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ২২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক এবং ভূরুঙ্গামারী থানার এসআই সুমনের নেতৃত্বে পুলিশ দল এ অভিযানে সহযোগিতা করে।