যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের একটি সাবওয়ে রেলস্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। নিউইয়র্ক পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ব্রুকলিন শহরের সানসেট পার্কের কাছে ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। গ্যাস মাস্ক ও কমলা রঙের সুরক্ষা পোশাক পরা ওই বন্দুকধারী স্টেশন প্ল্যাটফর্মে ধোঁয়ার সৃষ্টিকারী কৌটা ছুড়ে মারে। ঘটনার পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে তদন্ত শুরু হয়েছে।