রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের ফলের বাজারে অভিযান পরিচালনা করে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। এসময় ফলে ফলমালিন আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। এছাড়া একই এলাকার সনি র্যাংগস ইলেকট্রিক শোরুমকে ছাড়পত্র ছাড়া পণ্য বিক্রি করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছেন সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে গুলশান-২ এর ডিএনসিসি মার্কেটের ফলের বাজারে রাসায়নিক পরীক্ষা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি দোকান থেকে মৌসুমের আগে আসা আমের রাসায়নিক পরীক্ষা করা হয়। এছাড়া আপেল, কমলা, মাল্টা, আঙ্গুরসহ সব ধরনের আমদানি করা ফলের পরীক্ষা-নিরীক্ষা করেন বিএসটিআইয়ের ল্যাবরেটরি বিভাগের কর্মকর্তারা।
অন্যদিকে ডিএনসিসি মার্কেটে ইলেকট্রিক পণ্যের দোকানেও অভিযান চালায় সংস্থাটি। আমদানি করা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও ইলেকট্রিক আইরনে ছাড়পত্র আছে কি না, পরীক্ষা করা হয়। এসময় ছাড়পত্র না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআইয়ের সহকারী পরিচালক আরাফাত রহমান বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স বা ছাড়পত্র ব্যতিত এসি ফ্রিজ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিবেচনায় প্রতিষ্ঠানটির বিপরীতে অভিযোগ আনা হয়েছে।
তবে সনি র্যাংগসের ব্র্যাঞ্চ ম্যানেজার আলফানুর রহমান বলেন, আমরা এখানে আমদানি করা পণ্য বিক্রি করে থাকি। এসব পণ্যের ক্ষেত্রে ছাড়পত্রের প্রয়োজন হয় না।
এরপরই বনানীতে শিশু খাদ্যের দোকানে অভিযান চালিয়ে অনিয়ম পায় সংস্থাটি। অনুমোদনহীন পণ্য বিক্রি করায় কিডস অ্যান্ড মমস সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় অনুমোদনহীন কোনো পণ্য যেন বাজারে না থাকে, সেজন্য বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।