বরিশাল: বরিশালের মুলাদীতে এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র সংসদ ভেঙে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা ইসলামিয়া রাশিদিয়া ফাজিল মাদ্রাসার প্রায় তিন যুগের পুরোনো ছাত্র সংসদ ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী বলেন, ব্যবসা প্রতিষ্ঠান নয়, ভবনটি সংস্কার করা হচ্ছে।
জানা গেছে, ১৯৮০ সালে চরপদ্মা ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার ছাত্র সংসদের কার্যক্রম শুরু হয়। পরে ১৯৯১ সালে শিক্ষার্থীরা চাঁদা তুলে ছাত্র সংসদ ভবন নির্মাণ করেন।
গত সোমবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ ছাত্র সংসদ ভাঙা শুরু করেন। সেই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য নতুন ভবন নির্মাণ শুরু করেছেন তিনি।
ব্যবসা প্রতিষ্ঠানটি ভাড়া দেওয়ার জন্য ইতোমধ্যে জনৈক অভিভাবক সদস্যের সঙ্গে ৯৯ বছরের চুক্তি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আরিফ মুন্সী জানান, বহুদিনের পুরোনো মাদ্রাসার ছাত্র সংসদটি ঐতিহ্য বহন করে আসছিল।
মাদ্রাসার ছাত্র সংসদ অনেক সক্রিয় এবং দীর্ঘ দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। মাদ্রাসার অধ্যক্ষ ছাত্র সংসদ বিলুপ্ত করার পায়তারা করছেন এবং ছাত্রদের টাকা নির্মিত ভবনটি ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী জানান, ভবনটি পুরোনো হয়ে যাওয়ায় সংস্কার করা হচ্ছে। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার ছাত্র সংসদ ভেঙে দোকান নির্মাণের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে সত্যতা পেলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেলে অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।