বরিশাল:পটুয়াখালীতে প্রথমবারের মতো ঘুড়ি উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে শহরের শহরের সার্কিট হাউজ সংলগ্ন মাঠে এ উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, বাঙ্গালী সংস্কৃতির সঙ্গে ঘুড়ির একটি সম্পর্ক রয়েছে। ছোট বেলায় আমরা ঘুড়ি উড়াতাম। এখন তো আর ছেলে মেয়েদের ঘুড়ি ওড়াতে দেখা যায় না। বর্তমানে ঘুড়ির আধুনিকায়ন হয়েছে রঙ বেরঙের ডিজাইনের ঘুড়ি পাওয়া যাচ্ছে।
ঘুড়ি উৎসবে মাতলো সবাই পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, পহেলা বৈশাখে খাওয়া দাওয়ার কোনো আয়োজন না থাকলেও ঘুড়ি উৎসবসহ লোকজ মেলার আয়োজনে সবাই মুগ্ধ। আগামীতেও এ ধরনের লোকজ সংস্কৃতি এবং খেলাধুলার উদ্যোগ গ্রহণ করা হবে।
ঘুড়ি উৎসবে মাতলো সবাই পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, নতুন প্রজন্মকে মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে তুলতে এবং তাদের মাঝে ছড়িয়ে দিতে এ উৎসবের আয়োজন।
পটুয়াখালী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন বলেন, বিভিন্ন আকারের এসব ঘুড়ি সব বয়সী মানুষের মন ভালো করে দেয়। এভাবে আমরা সব ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলা মুক্ত ঘুড়ির মতো এগিয়ে যাবো।”