নগরীর ১১ নং ওয়ার্ড বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের সাথে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) দুপুরে ১১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সদররোড মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে ১১ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোঃ হুমাউন কবিরের সভাপতিত্বে, মোঃ সাইদুর আলম মিলন ও রানা পালের সঞ্চলনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভার প্রধান অতিথি ও মহানগর বিএনপি আহাবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ কর্মীসভায় আগত ওয়ার্ড বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলেন,পদ আছে মাঠে এমন নেতার দলে প্রয়োজন নেই।
আমরা সেই চিন্তা করে কর্মীসভার মাধ্যমে নতুন নেতৃত্ব বেড় করে আনতে চাই। যারা আগামীতে সরকার বিরোধী একদফার আন্দোলনে শক্তিশালি হয়ে মাঠে থাকার পাশাপাশি কর্মীদের খোঁজ-খবর রাখবে আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে দলের দায়ীত্ব তার কাধে দেব।
একারনেই আজ মহানগর আহবায়ক কমিটি কর্মীসভার মাধ্যমে আপনাদের মতামত জানার জন্যই এই কর্মীসভার আয়োজন করা হয়েছে।
একারনেই নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দলের ভিতর কোন বিভেদ নয় সকলেই ঐক্যতা বজায় রেখে দলের কাজ করে যাবেন। একটা কথা মনে রাখবেন আপনাকে পদ খুজতে হবে না দলই আপনাকে খুজে নেবে।
তারা আরো বলেন, পদের জন্য এখই নিজেদের মধ্যে দলাদলি বিভেদ সৃষ্টি করেন তাতে আপনারাও শক্তিশালি হবেন না। দলকেও শক্তিশালি করতে পারবেন না।
এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া,মাকসুদুর রহমান মাকসুদ,সদস্য আনম সাইফুল আহসান আজিম,মহানগর স্বে”ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ।
কর্মী সভায় ওয়ার্ড থেকে বক্তব্য রাখেন, আবু সুফিয়ান,শহিদ, মাসুম হাওলাদার,জাকারিয়া সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর আহবায়ক কমিটি সদস্য জাহিদুর রহমান রিপন।