বামপাশে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও ডানপাশে শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি।
ব্যাটিং সৌন্দর্য দিয়ে ক্রিকেটভক্তদের মাতিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতীয় ক্রিকেটে জন্ম দিয়েছিলেন বিতর্কেরও। তিনি এবার বাছলেন নিজের পছন্দের একাদশ। ৯৯টি টেস্ট ম্যাচ খেলা আজহার নির্বাচন করেছেন নিজের সমসাময়িক ক্রিকেটারদেরই। যাদের খেলা তিনি সরাসরি দেখেছেন অথবা টিভিতে উপভোগ করেছেন।
আজহারউদ্দিনের ঘোষিত এই একাদশে সর্বোচ্চ ৫ জন সুযোগ পেয়েছেন ভারত থেকে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে বাছাই করা হয়েছে ২ জনকে। একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।
আজহারের পছন্দের একাদশে উদ্বোধনী জুটিতে খেলবেন দুই ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। স্বদেশি এই দুই খেলোয়াড়কে দলে রাখার ব্যাখ্যাও দিয়েছেন আজহার। বলেছেন, শচীন ইতিহাসের অন্যতম নিখুঁত খেলোয়াড়। আর গাঙ্গুলি দারুণ কাভার ড্রাইভ ও স্কয়ার কাট খেলত।
ভারতের সাবেক এই অধিনায়কের একাদশে তিন নাম্বারে খেলবেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। আর চার নাম্বারে থাকবেন অস্ট্রেলিয়ান গ্রেট মার্ক ওয়াহ। পরের দুটি স্থানে আছেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার ও ভারতের গুন্ডাপ্পা বিশ্বনাথ।
এই দলে উইকেটকিপার হিসেবে খেলবেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৈয়দ কিরমানি। আর পেসার হিসেবে থাকবেন তিন কিংবদন্তি ইংল্যান্ডের ইয়ান বোথাম, ভারতের কপিল দেব ও পাকিস্তানের ইমরান খান। এই তিনজন দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ সফল। তাই একাদশের ব্যাটিং গভীরতা অনেক। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন কিছুদিন আগেই ইহকালের মায়া ত্যাগ করা অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। স্কোয়াডে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ভিভিএস লক্ষণকে।
এক নজরে একাদশ
সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মার্ক ওয়াহ, ডেভিড গাওয়ার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সৈয়দ কিরমানি, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব ও শেন ওয়ার্ন।