পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে নিরাপদ সবজি উৎপাদন, বিক্রয়, সংরক্ষন ও বিপনণ গ্রুপের নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র (বাজার) পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
১৫ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় ৩০ জন কৃষক-কৃষানির সমন্বয়ে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র (বাজার) পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিজি ড. দেবাশিষ সরকার, সহকারী পরিচালক হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম মহিউদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবদুছ ছালাম ,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে সচিব মো. সায়েদুল ইসলাম কৃষকদের স্থাপিত জিরো এনার্জি কুল চেম্বার, ভার্মিকম্পোষ্টি উৎপাদন কর্মসূচী ও বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান পরিদর্শন করেন।