৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ই) এপ্রিল সকাল ১০টায় নগরের গীর্জা মহল্লা এ কে ইনস্টিটিউশন এর হল রুমে এই বিভাগীয় সমাবেশ করে তারা।
সমাবেশে বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও সরকারি চাকুরীজিবি সম্মিলিত অধিকার আদায় ফোরামের বিভাগীয় সভাপতি মোঃ গোলাম কাদের তানু’র সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য সচিব মো. তারিকুল ইসলাম পলিন্স এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য মসন্বয়ক ও সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মো. ওয়াছের আলী, ১১-২০ ফোরামের (কেনিপ) সভাপতি মো. লুৎফর রহমান, সরকারি কর্মচারী সংহতি পরিষদ এর সভাপতি মো. নিজামুল ইসলাম ভূইয়া মিলন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. ইব্রাহীম খলিল, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ।