বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তিনি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রেখে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিটি খাতে দুর্নীতি বেড়েছে।
ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। এদেশের মানুষের বাক স্বাধীনতা নেই।
এসময় বিএনপির এ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে।
দেশে নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।