বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত তিনদিন থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা এবং দুই উপজেলার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নেতাকর্মীদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, চারদিনে দুই উপজেলার দশটি এতিমখানা ও মাদ্রাসাসহ প্রায় তিন হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।