বরিশালের গৌরনদীতে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী গৌতম বাড়ৈ কে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম বার্থী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামী গৌতমকে
গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ২৯ জুন (মঙ্গলবার) সকালে বাকাই মেদাকুল সমরসিংহ ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় গোবিন্দ ও তার ৪/৫ জন সহযোগীরা মোটরসাইকেলযোগে স্কুল ছাত্রীর পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।